২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৩৮

রাজধানীতে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গাবতলী গৈদারটেক এলাকার একটি নির্মাণাধীন বাসার পানির ট্যাংকির ভেতর কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন, মাইনুদ্দিন (২৭) ও লিমন হাওলাদার (১৮)। তাদেরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৃত মাইনুদ্দিনের শ্যালক মোঃ হাসান জানান, মৃত ব্যক্তিরা ৯নং গৈদারটেক এলাকায় আসলামের বাড়িতে থাকতেন। ওই এলাকার সালাম সাহেবের বাসার রাজমিস্ত্রী হিসেবে কাজ করছিলো তারা দুজন। দুপুরে ওই বাসার নির্মাণাধীন পানির ট্যাংকির ভেতরে নামে সেন্টারিংয়ের বাঁশ বের করার জন্য। ট্যাংকির ভেতরে নামার কিছুক্ষণের মধ্যে তারা অচেতন হয়ে পড়েন।

সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে উদ্ধার কাজে অযথা কালক্ষেপন করতে থাকে বলে স্বজনদের অভিযোগ। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা ট্যাংকির ভেতরে নেমে তাদের বের করে আনে বলে জানান হাসান।

এদিকে ফায়ার সার্ভিসের মিরপুর জোনের সিনিয়র স্টেশন অফিসার আঃ আল আরিফিন বলেন, ওই ট্যাংকির ভেতরে বিষাক্ত গ্যাস জমে ছিলো। যার কারণে তারা নামার সঙ্গে সঙ্গে অচেতন হয়ে যায় এবং পরে মারাও যায়।

দারুসসালাম থানার উপ পরিদর্শক বিশ্বজিৎ পাল বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ৫:৪১ অপরাহ্ণ