নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়ায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাস্যুটের মাধ্যমে নিরাপদে নেমে আসতে পেরেছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সীমান্তবর্তী বড়হাটিয়া ইউনিয়নের হরিদাগুনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পর তিনটি হ্যালিকপ্টার ঘটনাস্থলে আসে। পরে পাইলটদের নিয়ে একটি হ্যালিকপ্টার চলে যায়। প্রতক্ষ্যদর্শীরা আরও জানায়, বিকট আওয়াজ শুনে দৌড়ে আসেন তারা। পরে চারপাশে ধোঁয়া উঠতে দেখেন। সাতকানিয়া থানা পুলিশের এস আই সিরাজ গণমাধ্যমকে জানান, আমরা ঘটনাস্থলে কাজ করছি, এর বেশি এই মুহূর্তে কিছু বলতে পারছি না।
দৈনিকদেশজনতা/ই সি