১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৪১

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে রানার গ্রুপের বীমা চুক্তি

নিজস্ব প্রতিবেদক:

কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা আরও একধাপ বৃদ্ধির লক্ষ্যে স্কয়ার গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে রানার গ্রুপের বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ১০ জুলাই রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও স্কয়ার গ্রুপের পরিচালক তপন চৌধুরীর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় রানার গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান রুদাবা তাজিন এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল আলম উপস্থিত ছিলেন। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রানার গ্রুপের এইচ আর অ্যান্ড অ্যাডমিন জিএম খান সরফরাজ আলি ও এইচআর ম্যানেজার মোহাম্মাদ শাহরিয়ার জান কাদরী এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিও মো. সাজ্জাদুল করিম ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাজহারুল ইসলাম রানা।

এই চুক্তির ফলে কর্মীদের মনোবল ও কাজের প্রতি একাগ্রতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। বিজ্ঞপ্তি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ১২:৩৭ অপরাহ্ণ