১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:১২

রাজশাহীতে মিললো ৩৫ গোখরা

নিজস্ব প্রতিবেদক:

সোমবার দুর্গাপুরের হোজা গ্রাম থেকে ২৭টি গোখরার বাচ্চা ও ৩০টি ডিম এবং তানোরের কলমা গ্রাম থেকে পাওয়া যায় আরও আটটি গোখরার বাচ্চা।

হোজা পশ্চিম পাড়া গ্রামের রবিউল ইসলামের মাটির ঘরের ভেতর থেকে সাপ ও ডিমগুলো উদ্ধার করা হয়।এ ঘটনায় হোজা গ্রামের সাধারণ মানুষের মধ্যে সাপ আতঙ্ক বিরাজ করছে। তবে সাপ ও সাপের ডিম দেখতে উৎসুক জনতার ভিড় ঠেকাতে হিমশিম খেতে হয় বাড়ির মালিক রবিউলকে।রবিউল বলেন, দুপুরের দিকে ঘরের ভেতরে বড় আকারে একটি গোখরা সাপ দেখতে পান তিনি। এ সময় সাপটি মারার চেষ্টা করলেও ঘরের কোণের একটি গর্তে ঢুকে পড়ে।

দৈনিকদেশজনতা/এম সি

 

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ১২:২৯ অপরাহ্ণ