১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫২

রাজধানীর গুলিস্থানে বাস চাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলিস্থান এলাকায় দুই বাসে চাপায় ডা: বিদ্যুত মজুমদার (৫৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি রংপুর একটি বেসরকারি মেডিকেলে চাকরী করতেন। চকবাজারের বকসিবাজার এলাকায় সপরিবার নিয়ে বসবাস করতেন।

সোমবার (১০ জুলাই) রাত ৮টার দিকে আন্ডারপাস মার্কেটের উপরে এ দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এস অাই) সুজন জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে অাসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্তী গীতা রানি ঢামেক হাসপাতালে নাসিং সুপার ভাইজার হিসেবে কাজ করতেন। নিহত ব্যত্তির ২ ছেলে ও এক মেয়ে রয়েছে মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ১০:১০ পূর্বাহ্ণ