১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৫

ঢাকা থেকে উদ্ধার বগুড়ায় নিখোজ ৫ ছাত্র

নিজস্ব প্রতিবেদক:

হঠাৎ বগুড়ার ইনডিপেনডেন্ট মডেল স্কুল এ্যান্ড কলেজ এর ৫ জন ছাত্র ৯ জুলাই রাতে নিখোজ হয়। এরপর সোমবার ১০ জুলাই ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। এরা সকলেই ওই প্রতিষ্ঠানের আবাসিক হলের ছাত্র।

জানা গেছে, রবিবার সন্ধ্যা আনুমানিক ৮ টার দিকে তন্ময়, আলিফ, হুযাইফা, ফারুক ও হৃদয় নামের ইনডিপেনডেন্ট মডেল স্কুল এ্যান্ড কলেজের আবাসিক হলের ওই ৫ জন ছাত্র প্রতিদিনের ন্যায় স্কুলগেটের সামনের দোকানে খাবার কিনতে যায়। কিন্তু তারা পরে আর স্কুল আবাসিকে ফিরে আসেনি। এদের মধ্য ২জন ৮ম শ্রেণী ও অপর ৩জন ৯ম শ্রেণীতে অধ্যায়নরত। ঘটনার পর পরই নিখোজ ছাত্রদের জন্য সকল স্থানে খোজা খুজির এক পর্যায়ে তাদের সন্ধান না পাওয়ায় বিষয়টি তাদের অভিভাবকদেরকে অবহিত এবং পুলিশকে বিষয়টি অবহিত করেন কর্তৃপক্ষ। পরে গভীর রাতে এ বিষয়ে ইনডিপেনডেন্ট মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী বগুড়া সদর থানায় একটি সাধারন ডায়রী করেন।

পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে তৎপর হয় এবং নিখোজ ছাত্রদের খোজে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে সোমবার ভোরে পুলিশ নিশ্চিত হয় যে ওই নিখোজ ৫ ছাত্র রাতে শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার একটি বাড়ীতে অবস্থান করে ছিল। বিভিন্ন সূত্র মারফত নিশ্চিত হবার পর পুলিশ এ ঘটনার সংবাদ দেশের বিভিন্ন থানায় জরুরী বার্তা প্রেরন করে। ফলে তাদের ঢাকা আশুলিয়া এলাকা থেকে উদ্ধার সম্ভব হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ১০:১৬ পূর্বাহ্ণ