১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪০

গাইবান্ধায় ইয়াবা-জাল টাকাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার পলাশবাড়ীতে গতকাল সোমবার সন্ধ্যায় ইয়াবা ও জাল টাকাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। জানা যায়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের আমতলি বাজারের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক যুবকরা হলেন- মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের গোলজার রহমানের ছেলে কাওসার রহমান কাজল (২২), একই উপজেলার পুটিমারি গ্রামের হাবিজার রহমানের ছেলে আজাদুল ইসলাম (২০) ও একই গ্রামের নুরুল আমিনের ছেলে সাজ্জাদ মানিক (২৫)। এ ব্যাপারে হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আমতলি বাজারের কাওসার রহমান কাজলের কম্পিউটারের দোকানে পুলিশ অভিযান চালায়। এসময় জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার, একটি মডেম, একটি প্রিন্টার, ৫০০ টাকার ৩৩টি জাল নোট, ৫ টাকার ৭০টি জাল স্ট্যাম্প, ৬টি কার্টিস পেপার ও ১৩৫ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করা। এছাড়া, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি ও মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ১০:০৩ পূর্বাহ্ণ