২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৮

নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রীর বিদেশ যেতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনার বিদেশ যাত্রায় অনুমতি দিয়েছেন হাইকোর্ট। লন্ডনে যাওয়ার আগে শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মো. ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ফলে লুনার বিদেশ যাত্রায় আর কোনো বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে তাহসিনা রুশদী লুনার পক্ষে শুনানি করেন আইনজীবী সগির হোসেন লিয়ন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

এর আগে রোববার তাহসিনা রুশদী লুনা তার বড় ছেলের কাছে লন্ডনে যেতে চেয়েছিলেন। ছেলের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তার লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। এর বিরুদ্ধে তিনি একটি রিট আবেদন করেন। আদালত সেই রিটের শুনানি শেষে এ আদেশ দেন।

সিলেটের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল নিখোঁজ হন। বিএনপির অভিযোগ, সরকার তাকে গুম করেছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে সরকার। ইলিয়াস বিএনপির গত কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট জেলা কমিটির সভাপতিও ছিলেন ইলিয়াস আলী।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ৩:৫৪ অপরাহ্ণ