১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

ইমরানের ‘পারিনি ভুলতে তোকে’

নিজস্ব প্রতিবেদক:

পারিনি ভুলতে তোকে, পারিনি এ মন ফেরাতে। শূন্য এ হৃদয় আমার, চায় তোর মাঝে হারাতে। ভুল করে একবার, বল না তুই আমার। মন চায় শুধু শুনতে তুই আমার।– ‘পারিনি ভুলতে তোকে’ শিরোনামের গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন অভি আকাশ আর সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। গানটিতে কণ্ঠ দিয়েছে ইমরান।

সাউন্ডটেকের ব্যানারে সিঙ্গেলটি ইউটিউবে অডিও আকারে প্রকাশ হয়েছে রোববার। ইতোমধ্যে শোনা হয়েছে ১০ হাজারের বেশিবার। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, শিগগিরই গানটির ব্যয়বহুল ভিডিও আসবে।

হালের জনপ্রিয় শিল্পীদের অন্যতম ইমরান। পরপর তার কয়েকটি মিউজিক ভিডিও দারুণ সাড়া ফেলেছে অডিও সার্কিটে। তাকে সাধারণত নিজের সুর ও সঙ্গীতে কণ্ঠ দিতে দেখা যায়। তবে মাঝে মাঝে অন্যের সুরেও কণ্ঠে দেন। এই যেমন ‘পারিনি ভুলতে তোকে’।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ৩:৩৫ অপরাহ্ণ