১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪১

অভিনেত্রী সুমিতা সান্যাল মারা গেছেন

অনলাইন ডেস্ক:

অভিনেত্রী সুমিতা সান্যাল মারা গেছেন। কলকাতায় নিজের বাড়িতে রোববার তার জীবনাবসান হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। সুমিতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মুখার্জী।

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ১৯৪৫-এ দার্জিলিংয়ে জন্ম হয় সুমিতার। বাবা গিরিজা গোলকুন্ডা সান্যাল মেয়ের নাম রেখেছিলেন মঞ্জুলা। পরিচালক বিভূতি লাহার পরিচালনায় ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’-এ অভিনয় করতে যাওয়ার পর তিনি মঞ্জুলার নাম বদলে রাখেন সুচরিতা। পরে সেই নাম বদলে সুমিতা দেন পরিচালক কনক মুখোপাধ্যায়।

প্রায় ৪০টির বেশি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন সুমিতা। দিলীপ কুমারের বিপরীতে ‘সাগিনা মাহাতো’ অথবা ‘আনন্দ’-এ অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধে সুমিতার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছিল। ‘আশীর্বাদ’, ‘গুড্ডি’, ‘মেরে আপনে’র মতো হিন্দি ছবি এবং ‘দিনান্তের আলো’, ‘সুরের আগুন’, ‘কাল তুমি আলেয়া’ সহ প্রচুর বাংলা ছবিতে তার অভিনয় মনে রাখার মতো। এছাড়াও গ্রুপ থিয়েটার, টেলিভিশন সিরিয়ালে তাকে দেখা গিয়েছে। প্রফেশনালি স্টেজ পারফরম্যান্সও করেছিলেন তিনি। সুমিতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ৪:৪৩ অপরাহ্ণ