১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

খুব শিগগিরই পশ্চিমবঙ্গ আরেকটি বাংলাদেশ হয়ে যাবে!

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের মুসলিমদের ‘উচিত শিক্ষা’ দেয়ার ডাক দিয়ে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি’র এক বিধায়ক বলেছেন, অন্যথায় খুব শিগগিরই পশ্চিমবঙ্গ আরেকটি বাংলাদেশ হয়ে যাবে।

টুইটারে দেওয়া এক ভিডিও ক্লিপে তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের বিজেপি বিধায়ক রাজা সিংহ একথা বলেছেন। খবর আনন্দবাজার’র।

রাজা সিংহ বলেন, ‘বাংলায় (পশ্চিমবঙ্গ) হিন্দুরা আজ একেবারেই নিরাপদ নন। সাম্প্রদায়িক হিংসায় যারা জড়িত রয়েছেন, তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত বাংলার হিন্দুদের। যে শিক্ষাটা ২০০২ সালে গুজরাটে হিন্দুরা দিয়েছিল। না হলে খুব শিগগিরই পশ্চিমবঙ্গ আরেকটি বাংলাদেশ হয়ে যাবে।’

এই কাজে বাংলার হিন্দুদের সাহায্য করতে ‘বেঙ্গল টাইগার্স’ র নাম উল্লেখ করেই থেমে থাকেননি এই বিজেপি বিধায়ক, তিনি সেই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে তার ‘মূল্যবান পরামর্শ’ও দিয়েছেন।

হায়দরাবাদের বিজেপি বিধায়কের পরামর্শ, ‘ঘুম ভেঙে জেগে উঠুক বেঙ্গল টাইগার্স। বাঁচার লড়াইয়ে নামার জন্য হিন্দুদের সংগঠিত করুক।’

রাজ্য সরকারের বিষোদগার করে তিনি বলেন, ‘রাজ্য সরকার (পশ্চিমবঙ্গ) ওদের (মুসলিমদের) সাহায্য করছে। যারা ধর্মনিরপেক্ষ, তাদের কাছে আমার আবেদন- আপনারা যদি বাংলার হিন্দুদের নিরাপদে রাখতে চান এবং তারা সুরক্ষিত থাকুন এটা দেখতে চান, তা হলে আপনারা আরো সচেতন হয়ে উঠুন।’

‘আপনারা যদি বাংলায় হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারেন, তা হলে আজ কাশ্মীরে যা হচ্ছে, হিন্দুদের একই দশা হবে পশ্চিমবঙ্গেও। কাশ্মীরী পণ্ডিতদের মতোই বাংলার হিন্দুরাও এক দিন নিশ্চিহ্ন হয়ে যাবে’ যোগ করেন রাজা সিংহ।

সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের ব্যাপারে হায়দরাবাদের বিজেপি বিধায়ক রাজা সিংহের ‘রেকর্ড’ বেশ ভাল। গত এপ্রিলেই তিনি বলেছিলেন, ‘রাম মন্দির নির্মাণে যারা বাধা দেবেন, তাদের মাথা কেটে দেওয়া হবে।’

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ৪:৫৭ অপরাহ্ণ