২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:১১

সাত দিনের রিমান্ডে জঙ্গি মাহফুজ

নিজস্ব প্রতিবেদক:   

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পরিকল্পনাকারী নব্য জেএমবির শীর্ষ নেতা সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ ওরফে শাহাদতের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী ও গ্রেনেড সরবরাহকারী ছিলেন বলে পুলিশ দাবি করছে।

মাহফুজসহ চারজনকে গ্রেপ্তারের বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির শীর্ষ নেতা মাহফুজের রাজশাহী অঞ্চলে প্রায় ৩০০ অনুসারী রয়েছে। তাদের ধরতে রাজশাহী অঞ্চলে পুলিশের সাড়াশী অভিযানের জালে পড়েন মাহফুজ। শনিবার ভোররাত তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের পুষকিনি এলাকার একটি আমবাগান থেকে তিন সহযোগীসহ মাহফুজকে গ্রেপ্তার করা হয়। গোপন মিটিং করে স্থান পরিবর্তনের সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

সোহেল মাহফুজের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী থানার সাদিপুর কাবলিপাড়া গ্রামে। তার বাবার নাম রেজাউল করিম। তার তিন সহযোগীরা হলেন- নব্য জেএমবির আইটি স্পেশালিস্ট শিবগঞ্জের আফজাল হোসেনের ছেলে হাফিজুর রহমান হাফিজ, শিবগঞ্জ উপজেলার পার্বতীপুরের চকমোহনপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে অস্ত্র সরবরাহকারী মোস্তাফিজুর রহমান জামাল এবং একই উপজেলার বিশ্বনাথপুর কাটিয়াপাড়া গ্রামের এসলামের ছেলে জুয়েল।

ডিআইজি এম খুরশীদ হোসেন বলেন, সোহেল মাহফুজ বোমা বিশেষজ্ঞ ও নব্য জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা। জেএমবির হামলায় সে অস্ত্র ও বোমা সরবরাহ করে থাকে এবং দীর্ঘদিন যাবৎ মাহফুজ রাজশাহী অঞ্চলে অবস্থান করে জঙ্গি তৎপরতা চালাচ্ছিল। মূলত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া ও গাইবান্ধায় তার চলাফেরা ছিল। এর মধ্যে রাজশাহীর গোদাগাড়ী, তানোর ও বাগমারায় বেশী অবস্থান করতো মাহফুজ। আমরা তাকে দীর্ঘ দিন ধরেই টার্গেট করছি। অবশেষে তিন সহযোগীসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে তাকে ধরা হয়েছে।

রাজশাহী অঞ্চলে মাহফুজের প্রায় ৩০০ বেশী অনুসারী রয়েছে। মাহফুজসহ তার অনুসারীদের গ্রেপ্তারে গত তিনদিন থেকে এ অঞ্চলে সাঁড়িশী অভিযানে নামে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। তাদের এ অভিযানে ঢাকা থেকে আসা কাউন্টার টেরিরিজম ইউনিটের সদস্যরা সহযোগিতা করছে বলে জানান ডিআইজি।

দৈনিক দেশজনতা/এমএম

 

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ৪:১১ অপরাহ্ণ