১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

তামিমের এসেক্স মাঠে নামবে রাতে

স্পোর্টস ডেস্ক:

ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্ল্যাস্টে খেলতে শনিবার ইংল্যান্ড উড়ে গেছেন তামিম ইকবাল। ৮ ম্যাচের জন্য ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সে নাম লিখিয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার। শনিবার তামিম ঢাকা ছাড়লেও রোববারই এসেক্স আসরে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে। বাংলাদেশ সময় রাত ৮টায় কেন্টের বিপক্ষে খেলবে এসেক্স। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি শেষে তামিম এ ম্যাচে খেলবেন কিনা সেটি নিশ্চিত নয়। অবশ্য ম্যাচটির জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে নাম রয়েছে তামিমের।

এসেক্সে তামিম ইকবাল সতির্থ হিসেবে মোহাম্মদ আমির, রবি বোপারা, রায়ান টেন ডেসকাটদের। ইতিমধ্যে ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্ল্যাস্টে একটি ম্যাচ খেলে ফেলেছে এসেক্স। যদিও শুরুটা তাদের ভালো হয়নি। সারের বিপক্ষে হেরেছে ২ রানে।

এদিকে তামিম ইকবালকে পেয়ে উচ্ছ্বসিত এসেক্স। শনিবার এসেক্স তাদের অফিসিয়াল টাইটারে তামিমকে নিয়ে তিনটি  টুইট করে। প্রথম টুইট তামিমকে স্বাগত জানিয়ে লিখে, ‘ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টে পরের আট ম্যাচের জন্য তামিম এসেক্স ইগলসে খেলবে। স্বাগতম তামিম।’ পরের টুইটে তামিমের জার্সি নম্বর প্রকাশ করে এসেক্সে। জাতীয় দলে ২৮ নম্বর জার্সি পরে খেলা তামিমকে এসেক্সে দেখা যাবে ৫৩ নম্বর জার্সি পরে খেলতে।

তৃতীয় টুইটে এসেক্স যা লিখেছে তাতে রোববার রাতে তামিম খেলবেন বলে মনে হয় না। এসেক্স লিখেছে, ‘তামিম খেলার জন্য তৈরি। বৃহস্পতিবার সামারসেটের বিপক্ষে তাকে খেলতে দেখুন। চেমসফোর্ডে যেদিন তার ঘরের মাঠে অভিষেক হবে।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ১২:১৩ অপরাহ্ণ