১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৮

এরশাদ বেঁচে থাকতেই জাতীয় পার্টিকে ধ্বংস করে গেলেন: জাফরুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক :

মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট রাজনীতিক বিশ্লেষক ডা. জাফরউল্লাহ চৌধুরী মনে করেন প্রধানমন্ত্রীর নির্দেশে এবং ‘র’ এর পরিকল্পনায় হুসাইন মুহাম্মদ এরশাদ এই নতুন জোট গঠন করেছেন। এর ফলে এরশাদ সাহেব জীবিত অবস্থায় তার দলটাকে ধ্বংস করে দিলেন বলেও মনে করেন তিনি।

ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, এরশাদ সাহেব যে নতুন রাজনৈতিক জোট গঠন করেছেন তা একটা ভুল সিদ্ধান্ত, ভুল কাজ। এই বোকামি তিনি কেন করলেন, কার জন্য করলেন?

মুন্নী সাহার সঞ্চালনায় এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান নিউজ আওয়ার এক্সট্রা’য় ‘জোটের-এর স্বাদ’ বিষয়ক আলোচনায় তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপিও উপস্থিত ছিলেন।

ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, আমি মনে করি, জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির এককভাবে অংশ নেয়া এবং দেশবাসীকে নিশ্চিত করা দরকার যে আমি সকালে বিকেলে দুই কথা বলবো না।

তিনি বলেন, এরশাদ সাহেব আমাদের একমাত্র প্রেসিডেন্ট যিনি হলে থেকে পড়ালেখা করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি অত্যন্ত একটা ভুল কাজে যাচ্ছেন। এটা করে তিনি নিজেই নিজের ক্ষতি বয়ে আনছেন।

ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, আমাদের দেশে প্রত্যেকটি রাজনীতিক দলের জোটের একই অবস্থা। আমরা যদি সবচেয়ে বড় ক্ষমতাসীন জোট ১৪ দলে আওয়ামী লীগকে ১০ ধরি তাহলে প্রশ্ন হতে পারে আর বাকি পুরো ১৩টি দলকে শূণ্য দেবো নাকি ০.৫ দিতে পারি। তবে সেটা এরশাদ সাহেবের বেলায় একদম জিরো। তিনি একদমই ভুল করেছেন।

তিনি আরো বলেন, তার মনের ভিতরে ভীতির কারণে তিনি একটা ভুল খেলা খেলছেন এবং আমার ধারণা তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এটা করেছেন। কিন্তু তিনি বুঝতে পারছেন না যে এমন কাজের মধ্য দিয়ে জাতীয় পার্টির এক ফোটাও লাভ হবে না। তিনি বেঁচে থাকতেই জাতীয় পার্টিকে ধ্বংস করে গেলেন।

M/H

প্রকাশ :মে ৮, ২০১৭ ১২:১৮ অপরাহ্ণ