২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৬

চ্যাম্বিয়ন্সলিগে জায়গা করে নিল আর্সেনালের কারনে

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে হলে লিগের শীর্ষ চারে থাকার কোন বিকল্প নেই আর্সেনালের সামনে। আর ম্যানইউকে হারিয়ে সেই আশা টিকিয়ে রাখল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে মরিনহোর দলকে ২-০ গোলে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে আর্সেনাল। তবে পাল্টা আক্রমণে ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইউনাইটেড। ওয়েইন রুনির পাস পেয়ে মার্সিয়ালের ডান পায়ের শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। তিন মিনিট পর গোলের সুযোগ পায় স্বাগতিক শিবির। তবে অ্যারন রামজির শট ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক ডি গিয়া।ম্যাচের ৩০ মিনিটে আবারও দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পায় অ্যালেক্স-অক্সলেইড চেম্বারলেইন। ডি-বক্সের বাইরে থেকে ইংলিশ এই ফরোয়ার্ডের নেওয়া শট ঠেকিয়ে দেন ডি গিয়া। স্বাগতিকদের ভুলে গোলের সহজ সুযোগ পায় রুনি। তবে ৩২ মিনিটে আর্সেনাল গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন ইংলিশ এই তারকা।

বিরতি থেকে ফিরে তিন মিনিটে দুই গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় আর্সেনাল। ম্যাচের ৫৪ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে জাকার জোরালো শট সামনে থাকা হেরেরার পিঠে লেগে উপরে উঠে গিয়ে ক্রসবার ঘেঁষে জালে জড়ায়। এগিয়ে আসা গোলরক্ষক ডি গিয়া চেষ্টা করেও ব্যর্থ হন। আর তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত ইউনাইটেডে খেলা ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক। ডান দিক থেকে চেম্বারলেইনের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন ইংলিশ তারকা।

এ জয়ে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্ট ও ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে আছে এক ম্যাচ কম খেলা আর্সেন ওয়েঙ্গারের দল।

n/h=ddj

প্রকাশ :মে ৮, ২০১৭ ১২:১৬ অপরাহ্ণ