স্পোটস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এক বছর যেতে না যেতেই মুদ্রার অপর পিঠ দেখে ফেলেছেন মোস্তাফিজুর রহমান। ২০১৬ আসরে চোখ ধাঁধানো পারফরম্যান্স করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন বাংলাদেশ দলের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। এবার মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর একের পর এক চমক দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তোলা এই বাঁ-হাতি পেসার নিজের আইপিএলে অভিষেকেই বাজিমাত করে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে জিতে নিয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাব।
অথচ বছর ঘুরতে না ঘুরতেই সেই মোস্তাফিজ অচেনা রূপে। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা তারকা যেন নিজেকে হারিয়ে খুঁজছেন।
এর প্রভাব পড়েছে চলমান আইপিএলের আসরেও! শুধু এক ম্যাচে মোস্তাফিজ সুযোগ পেয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের একাদশে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেই ম্যাচে ২.৪ ওভারে উইকেটবিহীন ছিলেন তিনি ৩৪ রান দিয়ে।
শেষ পর্যন্ত একাদশের বাইরে ছিটকে যান কাটার মাস্টার মোস্তাফিজ। আইপিএলের নবম আসরে মোস্তাফিজ ছিলেন হায়দরাবাদের আলো। দশম আসরে একের পর এক ম্যাচে সাইড বেঞ্চে।
আইপিএল থেকে ‘ফিজ’ নামে পরিচিতি পাওয়া ক্রিকেটারের এমন পরিস্থিতি আগ্রহের জন্ম দিয়েছে দক্ষিণ আফ্রিকার গতিতারকা ডেল স্টেইনের মনেও।
তাই নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে মোস্তাফিজের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি!
প্রোটিয়া ডান-হাতি এই পেসার আইপিএলের এবারের আসরকে উল্লেখ করে টুইটে লেখেন, ‘শুধু একটি প্রশ্ন! মোস্তাফিজের হলটা কী? সে কি ইনজুরিতে আক্রান্ত?’ এমন প্রশ্নের জবাবে অনেক বাংলাদেশি ক্রিকেটভক্ত মোস্তাফিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে স্টেইনকে অবহিত করেছেন। পাশাপাশি মোস্তাফিজ বর্তমানে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ইংল্যান্ডে রয়েছেন বলে টুইটারে জানিয়েছেন বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা। ওয়েবসাইট।
n/h=ddj
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

