নিজস্ব প্রতিবেদক:
গ্রীষ্মকালীন ,শবে কদর,জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ৩৫ দিন ছুটি শেষে (রোববার) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। গত ৪ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সকল ক্লাস এবং গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর বন্ধ ছিল।
গত বৃহস্পতিবার ছুটির মেয়াদ শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ হওয়ার কারণে আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয় খুলবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, নিয়ম অনুযায়ী সকল ক্লাস-পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম চলবে। রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও শিক্ষক ও ছাত্রছাত্রীদের বাস চলবে।
দৈনিক দেশজনতা /এমএইচ