১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০১

সাংবাদিকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে এমপি’র মামলা

নিজস্ব প্রতিবেদক:

সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার দিয়ে কমেন্টস করায় দৈনিক সকালের খবর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়ায় এমপি’র প্রতিষ্ঠিত ডা. রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষক মো. ফারুক হোসেন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধন-২০১৩) এর ৫৭ ধারায় মামলাটি দায়ের করেন (মামলা নং ০৬ তারিখ- ০৬-০৭-১৭ ইং)। ওই মামলায় মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের আব্দুল লতিফ ফরাজীর পুত্র সাংবাদিক আজমল হক হেলাল ছাড়াও স্থানীয় পূর্ব সাপলেজা গ্রামের আফজাল হোসেনের পুত্র নুরুল আমীন রাসেলকেও আসামী করা হয়েছে।

মামলায় বাদী উল্লেখ করেছেন, আমি ফারুক হোসেন পিং মৃত শামসুল হক, সাং-ফুলঝুড়ি, হাল সাং বহেরাতলা, ১নং ওয়ার্ড, মঠবাড়িয়া পৌরসভা, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর। আমি অত্র নির্বাচনী আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডা. মো. রুস্তম আলী ফরাজী সাহেবের একজন অনুসারী। তাহার দেওয়া আমি মোক্তার নামা মূলে থানায় হাজির হইয়া টাইপকৃত দরখাস্তের মাধ্যমে উপরে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগে জানাইতেছি যে, উক্ত আসামীদ্বয় উল্লেখিত তারিখ ও সময় পিরোজপুর জেলার নির্বাচনী আসন নং ০৩ (মঠবাড়িয়া) এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডা. মো. রুস্তম আলী ফরাজী এর বিরুদ্ধে ইলেকট্রনিক ফরমে আসামীদের ব্যবহৃত স্ব স্ব ফেইসবুক আইডিতে উপরে উল্লেখিত তারিখ ও সময় বেশ কিছু উসকানীমূলক মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করে। যাহা, মঠবাড়িয়াবাসী সহ দেশের ফেইসবুক ব্যবহারকারী গন পড়িয়া, দেখিয়া ও শুনিয়া মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডা. মো. রুস্তম আলী ফরাজীর প্রতি বিরুপ ধারনা পোষন করেন। যাহা তাহার জন্য মানহানিকর। ফলে অত্র নির্বাচনী আসনে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটিতে পারে। আমি ও মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডা. মো. রুস্তম আলী ফরাজী উপরোক্ত আসামীদ্বয়কে এহেন কার্যকলাপ হইতে বিরত থাকার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা আমার ও সংসদ সদস্য সাহেবের অনুরোধ উপেক্ষা করে তাহাদের ব্যবহৃত ফেইসবুক আইডিতে উসকানী মূলক মিথ্যা তথ্য প্রচার করিয়া আসিতেছে। আমি মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহৃত আসামীদ্বয়ের ফেইসবুক আইডি থেকে মাননীয় সংসদ সদস্য সাহেবের বিরুদ্ধে প্রচারিত কিছু মিথ্যা তথ্য সম্বলিত পোষ্ট স্কিন শর্টের মাধ্যমে প্রিন্ট করাইয়া অত্র অভিযোগের সহিত সংযুক্ত করিলাম। আসামীদ্বয়কে সংশোধন হওয়ার সুযোগ দিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করিতে বিলম্ব হইল।

মামলার বাদী ফারুক হোসেন বলেন, সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী একজন সৎ মানুষ। আজমল হক হেলাল তার ফেসবুকে ফরাজীর বিরুদ্ধে মনগড়া স্ট্যাটাস দিয়েছেন। এ কারণে তিনি আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে থানায় মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, ফরাজী তাকে মামলা করতে আম মোক্তার নামা দিয়েছেন। ফরাজী কেন আপনাকে আম মোক্তারনামা দিলেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ডা. রস্তুম আলী ফরাজী একজন সংসদ সদস্য। তিনি সরাসরি মামলা করতে পারেন না বিধায় আমাকে (ফারুক হোসেন) বাদী করে মামলা করিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই বিকাশ চন্দ্র দে জানান, ইলেকট্রনিক্স ডিভাইস ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা, উস্কানিমূলক তথ্য প্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধন-২০১৩) এর ৫৭ ধারায় মামলা হয়েছে। মামলায় যাদের ফেসবুক আইডি থেকে এসব ছড়ানো হয়েছে সেই ব্যক্তিগন সঠিক কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে আজমল হক হেলালের বিরুদ্ধে মামলা দায়ের করায় মঠবাড়িয়ার সকল সাংবাদিকবৃন্দ নিন্দা জানিয়ে দ্রুত মামলা প্রত্যাহারের দাবী জানান। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল এগারটায় পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

এদিকে মামলা সম্পর্কে ঢাকায় কর্মরত দৈনিক সকালের খবরের সিনিয়র রিপোর্টার আজমল হক হেলাল বলেন, ‘৩০ কোটি টাকার কাজ না করে বিল উত্তোলনের অভিযোগের প্রকাশিত অনলাইন নিউজ আমি ফেসবুকে শেয়ার করেছি। এমপি’র বিরুদ্ধে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেয়ার ফেসবুক স্ট্যাটাসে কমেন্টস্ করেছি। তাহলে তো আমার কথা বলার অধিকারও ক্ষুন্ন করা হলো ৫৭ ধারায় মামলা দিয়ে। আমি এ ধারা বাতিলসহ আমার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ১১:৪৬ পূর্বাহ্ণ