১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫

ধর্ম নিয়ে বাড়াবাড়ি কেউ সহ্য করে না: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দেশ এবং বাংলাদেশে কেউ কোনোদিনই ধর্ম নিয়ে বাড়াবাড়ি সহ্য করে না।

৭ জুলাই শুক্রবার সকালে কুমিল্লা মহানগরীর কাপড়িয়া পট্টিতে পুনর্নির্মিত শ্রীশ্রী চান্দমণি রক্ষা কালীমন্দির উদ্বোধনকালে সুরেন্দ্র কুমার এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আশা করি, এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। ধর্মনিরপেক্ষতা, মানুষের শান্তিশৃঙ্খলা, প্রত্যেকে প্রত্যেকের ধর্ম যাতে পালন করতে পারে সেটা বজায় রাখবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জেলা ও দায়রা জজ, পুলিশ সুপার ও জেলা প্রশাসক তিনজন একসঙ্গে মিলে সহযোগিতা করেন। তাহলে আমার দৃঢ় বিশ্বাস, প্রত্যেকটি জেলার আইনশৃঙ্খলার উন্নতি হবে এবং ধর্মীয় শান্তি, অনুভূতি, সহমর্মিতা বেঁচে থাকবে।’

ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ও কুমিল্লার সাবেক জেলা ও দায়রা জজ মো. ছহুল হুসাইন, সদ্য বিদায়ী জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ। এ সময় প্রধান বিচারপতির পত্নী সুষমা সিনহা উপস্থিত ছিলেন। পরে বিকেল তিনটায় কুমিল্লার আদালত ভবনে বিচারক ও আইনজীবীদের সঙ্গে দ্রুত মামলার নিষ্পত্তি ও আইনের প্রয়োগের বিষয়ে মতবিনিময় করেন প্রধান বিচারপতি।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ৭, ২০১৭ ৬:৩৫ অপরাহ্ণ