১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৯

বিএনপির কাছে গুম-খুনের তালিকা চাইলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির কাছে গুম ও খুনের তালিকা চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ময়মনসিংহ শহরের চরপাড়া পয়েন্টে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নির্মিত ফুটওভার ব্রিজের উদ্বোধনকালে তিনি একথা বলেন ।

মন্ত্রী এসময় বলেন, আগামী নির্বাচন অংশগ্রহণমুলক হবে। একটি মহল পানি ঘোলা করে মাছ শিকারের অপচেষ্টা করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনে ঢুকে পড়া বিএনপি জামায়াতদের বাছাই কাজ চলছে।’

আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয় কাদের বলেন, ‘আওয়ামী লীগে জনগণের সম্পৃক্ততা বাড়ান। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করুন।’

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ৭, ২০১৭ ৩:৩০ অপরাহ্ণ