১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০২

জাবিতে প্রশাসনিক পদে নিয়োগ পেলেন এসি রবিউলের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

গুলশানের হলি আর্টিজানে জঙ্গিদের হামলায় নিহত এসি রবিউলের স্ত্রী  উম্মে সালমাকে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুর ২.২০ মিনিটে উম্মে সালমার হাতে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

এর আর আগে তাকে দৈনিক ৫২৫ টাকা বেতনে মাস্টাররোলে উচ্চমান সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে ব্যাপক সমালোচনায় এ সিদ্ধান্ত প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিয়োগপত্রে বলা হয়, পূর্বের অফিস আদেশ প্রত্যাহার করে আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্বদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় প্রশাসনিক কর্মকর্তা পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দওেয়া হলো। চাকরিতে যোগদানের তারিখ হতে আপনার নিয়োগ কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ও আইন অনুযায়ী অাপনি বেতন ভাতা পাবেন।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ৭, ২০১৭ ৩:৩৮ অপরাহ্ণ