১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০২

কাভার্ডভ্যানচাপায় মা-ছেলেসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দক্ষিণে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন৷ সদর দক্ষিণ মডেল থানার সামনে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার ধনাইছড়ি এলাকার ইকরাম হোসেনের স্ত্রী ফরিদা আক্তার (২৫), তার শিশু ছেলে আসাদ (৩) এবং উপজেলার উত্তর গোপালনগর এলাকার মৃত আব্দুর খালেকের ছেলে অটোরিকশাচালক মনির হোসেন।

আহতদের পরিচয় জানা যায়নি। তাদের কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ময়নামতি হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) এখলাস জানান, মহাসড়কের সদর দক্ষিণ মডেল থানা সংলগ্ন ইউটার্নের সামনে রাস্তা ঢাকাগামী কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া চালকসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় চালক মনির হোসেন মারা যান।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ৭, ২০১৭ ৩:২৩ অপরাহ্ণ