ক্রীড়া ডেস্ক :
শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে ৩১০ রান করেও হেরেছে জিম্বাবুয়ে। এই রান তাড়া করে মাত্র ২ উইকেট হারিয়ে ১৬ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে লঙ্কানরা। এ জয়ের ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার হাম্বানটোটার মাহিন্দ্রা রাজাপাকসে স্টেডিয়ামে ৩১১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অসাধারণ সূচনা পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে নিরোশান ডিকভেলা ও দানুস্কা গুনাথিলাকা ২২৯ রানের জুটি গড়ে দলের জয়ের প্রায় সব বন্দবস্তো করে দিয়ে যান। দলীয় ২২৯ রানের মাথায় আউট হন ডিকভেলা। যাওয়ার আগে ১১৬ বলে ১৪টি চারের সাহায্যে ১০২ রান করে যান। এটা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরি। ২৩৭ রানের মাথায় ফিরে যান গুনাথিলাকাও। যাওয়ার আগে তিনি ১১১ বলে ১৫টি চার ও ১ ছক্কায় ১১৬ রান করে যান। এটা ছিল তারও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
এরপর কুশাল মেন্ডিস ও উপল থারাঙ্গা ৯.৫ ওভারে ৭.৮৯ গড়ে ৭৫ রান তুলে জয়ের বন্দরে নোঙর ফেলেন। থারাঙ্গা ৩২ বলে ৩চার ও ২ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ২৮ রানে অপরাজিত থাকেন কুশাল মেন্ডিস।
তার আগে হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। মাসাকাদজা ৯৮ বলে ১৫টি চার ও ১ ছক্কায় ১১১ রানের ইনিংস খেলেন। এটা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তার ১১১, তারিসাই মুসাকান্দার ৪৮, শন উইলিয়ামসের ৪৩ ও সিকান্দার রাজার ১৭ বলে করা ২৫ রানে ভর করে ৩১০ রানের বড় সংগ্রহ পায়। বল হাতে ২টি করে উইকেট নেন শ্রীলঙ্কার আসেলা গুনারত্নে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ম্যাচসেরা নির্বাচিত হন দানুস্কা গুনাথিলাকা।
দৈনিক দেশজনতা /এমএম