১৯শে জানুয়ারি, ২০২৬ ইং | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:৫৩

রাজধানীতে প্রতারক চক্রের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইমরান হোসেন (২২) ও সুজন মিয়া (২০) নামের প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের দাবি, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে বিভিন্ন শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার ফল পরিবর্তনের শতভাগ নিশ্চয়তা দিয়ে প্রতারণা করে আসছিল আটককৃতরা।

বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করে র‌্যাব-২। বিষয়টি জানিয়েছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ৭:৪৪ অপরাহ্ণ