১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৫

দ্বিতীয় ম্যাচে শান্তর সেঞ্চুরিতে দাপুটে জয় পেয়েছে এইচপি একাদশ

ক্রীড়া ডেস্ক :

অস্ট্রেলিয়া নর্দার্ন টেরিটরির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সহজ জয়ের স্বাদ পেয়েছে বিসিবি এইচপি একাদশ। সফরের পাঁচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে এইচপি একাদশ ৭০ রানে হারিয়েছে নর্দার্ন টেরিটরিকে। সিরিজের প্রথম ম্যাচে নর্দার্ন টেরিটরির বিপক্ষে মাত্র ১ উইকেটে জিতেছিলো এইচপি একাদশ।

ডারউইনে মারারা ক্রিকেট গ্রাউন্ডে সফরের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এইচপি একাদশ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৩ রানের বিশাল সংগ্রহ পায় এইচপি একাদশ। শান্ত ১০১ রান করেন। এছাড়া ইরফান শুক্কুর ৬০ ও এনামুল হক বিজয় ৫৮ রান করেন।

এইচপি একাদশের ছুঁড়ে দেয়া ৩১৪ রানের বড় টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নর্দার্ন টেরিটরি। ফলে ৪৫ দশমিক ৩ ওভারে ২৪৩ রানেই গুটিয়ে যায় নর্দার্ন টেরিটরি। এইচপি একাদশের সাইফুদ্দিন ৩৬ রানে ৪ উইকেট ও এবাদত হোসেন ৩৫ রানে ২ উইকেট নেন।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ৭:০১ অপরাহ্ণ