১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩০

সেনবাগে বিএনপি’র মানববন্ধনে পুলিশি বাধা

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককের ওপর ২০১১ সালে পুলিশি নির্যাতনের ৭ বছর পূর্তিতে ও দোষীদের শাস্তির দাবিতে আয়োজিত মানবন্ধনে পুলিশি বাধায় পণ্ড হয়েছে।

বৃহস্পতিবার সেনবাগ পৌরশহরের থানা মোড়ে পুলিশি বাঁধায় সেনবাগ উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজিত পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। এ ছাড়াও সকাল ৯টার দিকে সেনবাগ থানা পুলিশ শহরের দক্ষিন বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। পরে সকাল সাড়ে ৯টার দিকে নেতাকর্মীদের প্রতিবাদে মুখে দলীয় কার্যালয়ে তালা খুলে দিলে সেখানে প্রতিবাদ সভা করে সংগঠনটির নেতাকর্মীরা।

সেনবাগ পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও উপজেলা যুবদল সভাপতি মির্জা মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সেনবাগ উপজেলা সেক্রেটারি মোক্তার হোসেন পাটোয়ারী। এসময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ইউসুফ মজুমদার, সেনবাগ পৌর বিএনপির সেক্রেটারি শহীদ উল্লাহ, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার,নোয়াখালী জেলা বিএনপির সহসভাপতি জাহিদুল হক সবুজ,বিএনপি নেতা নুরনবী বাচ্ছু, সুজন চৌধুরী, ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, বিএনপির নেতা মোঃ ইউসুফ কমিশনার, নবীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সেক্রেটারি আমিন উল্লাহ বিএসসি, অজুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন খান সাধন, সেক্রেটারি মোঃ হারুন, কাবিলপুর ইউনিয় বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জয়নুল আবদিন ফারুকের সুস্থ্যতা ও কারামুক্তির জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ২:৪৪ অপরাহ্ণ