নিজস্ব প্রতিবেদক:
সাবেক সিনিয়র সচিব সি.কিউ.কে. মুসতাক আহমেদকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মফিজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিক এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর কিংবা ৬৫ বছর বয়স পর্যন্ত এফআরসির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারবেন সি.কিউ.কে. মুসতাক আহমেদ। ১৯৫৫ সালে সিলেটে জন্ম নেয়া সি.কিউ.কে. মুসতাক আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। ১৯৮১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি।দীর্ঘ কর্মজীবনে সরকারের বিভিন্ন দফতর ও মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর ২০১৫ সালে অবসর গ্রহণ করেন সি.কিউ.কে. মুসতাক আহমেদ। অবসর-পরবর্তী সময়ে পরামর্শক বা স্বতন্ত্র পরিচালক হিসেবে একাধিক বিদেশি প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানির সঙ্গে কাজ করেন তিনি।
দৈনিক দেশজনতা/এন এইচ