২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৩

ভারতে বন্যা অবনতি হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। হাজার হাজার লোক বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছে। টানা বর্ষণের কারণে খুব শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতির তেমন কোন লক্ষণও দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে এএফপি।

আসামের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সিনিয়র কর্মকর্তা রাজিব প্রকাশ বড়ুয়া বলেন, ‘মৌসুমী বর্ষণ অব্যাহত থাকায় রাজ্যটিতে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটছে। ’

তিনি আরো জানান, গত এপ্রিলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যে মৌসুমী বর্ষণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে ১৮ জন মারা গেছে। তিনি জানান, গতকাল একজনের মৃত্যু হওয়ায় মৃতের এ সংখ্যা বেড়ে যায়। গত সপ্তাহে সেখানে পাঁচজনের মৃত্যু হয়। এদের বেশীর ভাগই বন্যাজনিত কারণে বা বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায়।

সরকারি কর্মকর্তারা জানান, এ পর্যন্ত আসামের ১৫ টি জেলার ৮৬৩ গ্রামের প্রায় তিন ৯৫ হাজার লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ২:৪৯ অপরাহ্ণ