১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

যুবকের পায়ুপথে ইয়াবা

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামে পায়ুপথে ঢুকিয়ে পাচারের সময় ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছাড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া গ্রামের মো. ইউনুসের পুত্র আমান উল্যাহ(১৯) ও একই গ্রামের ইলিয়াছ মিয়ার পুত্র রহমত উল্যাহ(২০)।

চৌদ্দগ্রাম থানার এএসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চৌদ্দগ্রাম বাজার থেকে ওসি আবুল ফয়সলের নেতৃত্বে মাদক পাচারকারী আমান উল্যাহ ও রহমত উল্যাহকে আটক করি। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর জানায়, বিশেষ কায়দায় পায়ুপথ দিয়ে ঢুকানো পেটের ভিতর প্যাকেটভর্তি ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট আছে। তাদের কথামতো ভাত ও তরল জুস খাওয়ানোর পর দুইজনের পেট থেকে প্যাকেটভর্তি ইয়াবাগুলো বের হয়।

তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট পাচার করতো বলেও পুলিশের কাছে স্বীকার করে বলে তিনি জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ২:৫১ অপরাহ্ণ