নিজস্ব প্রতিবেদক:
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৫৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১০ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮৫০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
দৈনিক দেশজনতা /এমএইচ