২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৪৬

স্পাইডার-ম্যানের জালে ঢাকার দর্শক

নিজস্ব প্রতিবেদক:

‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’-এ চমক হিসেবে অল্প সময়ের জন্য হাজির হয়েছিল নতুন স্পাইডার-ম্যান। এরপর থেকে স্কুল পড়ুয়া এ সুপারহিরোর একক খেল দেখার অপেক্ষায় ছিলেন দর্শক। এবার সারাবিশ্বের সঙ্গে ৭ জুলাই ঢাকায় মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’।

রিবুট সিনেমাটি হতে যাচ্ছে মূল সিরিজের ১৬তম কিস্তি। পরিচালনা করেছেন জন ওয়াটস। ছবিটি বাংলাদেশের দর্শকরা দেখতে পাবেন রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।

মার্ভেল কমিকসের সবচেয়ে জনপ্রিয় চরিত্র বা সুপারহিরোর কথা বলতে গেলে যে নামটি সবচেয়ে বেশি শোনা যাবে সেটি স্পাইডার-ম্যান। এবার অবশ্য টোবি ম্যাগুইয়ার বা অ্যান্ড্রু গারফিল্ড নন। নতুন স্পাইডি ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড। এখানেই শেষ নয়, আরো চমক রয়েছে। স্পাইডির সঙ্গে হাজির ‘আয়রনম্যান’ রবার্ট ডাউনি জুনিয়রও। স্পাইডার-ম্যানকে রীতিমতো দাবড়িয়ে রাখেন তিনি। এছাড়া আরো অভিনয় করেছেন মাইকেল কিটন, ডোনাল্ড গ্লোভারসহ অনেকে।

গল্পে দেখা যাবে, পিটার পার্কার এখানে হাই-স্কুলের ছাত্র। ১৫ বছরের পিটার তখন সবে মাকড়সার কামড় খেয়ে স্পাইডার-ম্যান হয়ে উঠছেন। তার সেই কিশোর বয়সের কথাই শোনা যাবে। আর প্রতিবারের মতো এবারও স্পাইডির গার্লফ্রেন্ড রয়েছে। পিটারের ক্লাসমেট মিশেল। মিশেল হয়েছেন মার্কিন অভিনেত্রী জেনডায়া।

ইতোমধ্যে নামি-দামী গণমাধ্যমে ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’-এর প্রশংসা ছড়ানো রিভিউ প্রকাশ হয়েছে। এবার দেখার পালা দর্শক কীভাবে গ্রহণ করে মাকড়সা মানবের কাণ্ডকারখানা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ১:০৫ অপরাহ্ণ