দৈনিক দেশজনতা ডেস্ক:
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এ কথা সবাই মানলেও প্রবাসীদের জীবনে এর বাস্তবতা খুঁজে পাওয়া দুষ্কর। প্রবাসীদের ঈদ উদযাপন ভিন্ন রকম। প্রবাসে অনেকেই আছেন যাদের জন্য ঈদের দিনটাও কষ্টকর। তবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদকে কেন্দ্র করে মানুষের প্রত্যাশা আর প্রস্তুতির কমতি থাকে না। পরবাসে ঈদের হারানো অানন্দ খুজঁতে ঈদ পরবর্তী ভিন্ন একটি অায়োজন করে পর্তুগালে বেঙ্গল গ্রুপ ইউরোপ। প্রতিষ্ঠানের সভাপতি অামিন ভূইয়ার পৃষ্ঠপোষকতায় ঈদের পরই অানন্দ ভ্রমণে যায় পর্তুগালের বেঙ্গল গ্রুপে কর্মরর্তরাসহ প্রবাসী ব্যবসায়ীরা। ঈদের পর মঙ্গলবার পর্তুগালের সমুদ্রকন্যার শহর অালগ্রাভে এ অানন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। ভ্রমণে বেঙ্গল গ্রুপ ইউরোপের চেয়ারম্যান অামিন ভূইয়া, হুমায়ুন কবির, জুয়েল অাহমেদ, মো. জিলানি, শামীম অাহমেদসহ অনেকে অংশ নেন। পর্তুগালের সমুদ্রকন্যার শহর খ্যাত অালগ্রাভের সারাদিনের ভ্রমণে ছিল সমুদ্রস্রান, নৌকায় সমুদ্র ভ্রমণ, স্কেটিং, বিচে ফুটবল খেলাসহ বিভিন্ন অানন্দ উৎসব। একসঙ্গে সকালের নাস্তা ও দুপুরের খাবার শেষে বিকেলে গন্তব্য লিসবনে ফিরে অাসেন সবাই। ঈদ পরবর্তী এমন অানন্দ ভ্রমণ সম্পর্কে অামিন ভূইয়া বলেন, প্রবাসের ঈদে সবার মনে এক ধরনের চাপা কষ্ট থেকে যায়। তাই শত কষ্টের মাঝেও ধর্মীয় উৎসবগুলোর সময় যেন একটু অানন্দে থাকা যায়। প্রবাসে একটু অানন্দ খুঁজতে অামাদের এ অায়োজন। তিনি আরও বলেন, অামার ধারণা এতে প্রত্যেকে একটু হলেও পরিবার পরিজন ছেড়ে ঈদ কাটানোর যন্ত্রণাটা ভুলে থাকতে পেরেছেন। এ ছাড়া এমন সুন্দর, সুশৃঙ্খল পরিবেশে অানন্দ ভ্রমণে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানাই।
দৈনিক দেশজনতা/এন এইচ