১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩১

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নামবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নামবে ইংল্যান্ড। আর এ ম্যাচে অধিনায়কত্বের মধ্য দিয়েই ইংল্যান্ডে শুরু হচ্ছে রুট যুগের যাত্রা। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায়। গত ফেব্রুয়ারিতে ইংলিশদের অধিনায়কের পদ থেকে অ্যালিস্টার কুক সরে দাঁড়ালে তার পরিবর্তে রুটকে অধিনায়ক করা হয়। তবে অধিনায়কত্ব ছাড়লেও দলের একাদশে থাকছেন কুক। আর দায়িত্ব পাওয়ার পর আজই ইংল্যান্ডকে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে যাচ্ছেন রুট। তবে শুরুতেই দক্ষিণ আফ্রিকার মত কঠিন দলের সম্মুখীন হতে হচ্ছে রুটকে। আর লর্ডসে দক্ষিণ আফ্রিকার সাফল্যও বেশ ঈর্ষণীয়। ১৯৬০ সালের পর দক্ষিণ আফ্রিকা এখানে কোনো ম্যাচ হারেনি। চারটি ম্যাচ জিতেছে, ড্র করেছে দুটি। এদিকে এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিকে ছাড়াই আজ মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স রয়েছেন বিশ্রামে আর স্ত্রী ও নবজাতকের পাশে থাকতে লর্ডস টেস্টে খেলতে পারছেন না ডু প্লেসি। ফলে প্রোটিয়াদের নেতৃত্ব দিবেন ডিন এলগার।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৬, ২০১৭ ১২:৪৯ অপরাহ্ণ