নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের নির্যাতন ও গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে ওই উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বুধবার রাতে ৪/৫ জন বাংলাদেশি যুবক গরু পারাপারের জন্য ওই সীমান্তের ৯০৫ নং মেইন পিলারের ১১ নং সাব পিলারের কাছে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার শীতলকুচি উপজেলার পাগলীমারী ক্যাম্পের ১০০ বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে আসে।’
তিনি বলেন, ‘পরদিন সকালে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়। নির্যাতন ছাড়াও তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।’
লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোরশেদ জানান, ওই সীমান্তে একটি লাশ পাওয়া গেছে। লাশটি বাংলাদেশি না ভারতীয় তা নিশ্চিত হওয়া যায়নি। বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর লাশটির পরিচয় খুঁজে বের করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
দৈনিক দেশজনতা /এমএইচ