২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৪৯ শরণার্থীর প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

ভূমধ্যসাগরের আলবোরানে একটি রাবারের নৌকাডুবিতে ৪৯ শরণার্থীর প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্প্যানিশ কোস্টগার্ড জানিয়েছে নৌকাডুবির ঘটনায় তারা তিনজনকে উদ্ধার করেছে। তবে এখন ৪৯ জন নিখোঁজ রয়েছে। শরণার্থীরা মরক্ক থেকে রাবারের নৌকাযোগে ইউরোপে যাচ্ছিল এমন সময় নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে ৫২ জন আরোহী ছিলেন।

স্পেনের আলবোরান দ্বীপ থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম থেকে অর্ধ-নিমজ্জিত নৌকাটি শনাক্ত করে দেশটির কোস্টগার্ড।

নিখোঁজ শরণার্থীদের জীবিত উদ্ধারের আশায় সন্ধান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

কিন্তু এই ঘটনায় ঠিক ৪৯ জনই নিখোঁজ রয়েছে কিনা এএফপির এমন প্রশ্নের জবাবে স্পেন কোস্টগার্ডের একজন মুখপাত্র বলেন-না, এটা আনুমানিক।

উদ্ধারকৃত তিন শরণার্থীদের বয়স ১৭-২৫ বছরের মধ্যে। তাদেরকে আলমেরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  উদ্ধারকৃতরা জনান, কয়েকদিন আগে তারা মরক্কোর উত্তর উপকূল থেকে যাত্রা শুরু করেছিল।

প্রসঙ্গত, চলতি বছরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় এখন পর্যন্ত ৬০ জন প্রাণ হারিয়েছেন। তাই নিখোঁজ এই ৪৯ শরণার্থীর মৃত্যু হলে এটাই হবে চলতি বছরে ভূমধ্যসাগরে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর ঘটনা।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ৭:৫৭ অপরাহ্ণ