১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

সাড়ে চার কেজি স্বর্ণসহ দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে চার কেজি স্বর্ণসহ দুই নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

আটকরা হলেন- কক্সবাজারের চকোরিয়ার নাসিমা আক্তার এবং চট্টগ্রামের সাতকানিয়ার জেসমিন আক্তার।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা। আটক দুই নারীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, আজ সকালে মাস্কাট থেকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট (আরএক্স৭২৪) চট্টগ্রাম আসে। সেখান থেকে ডমেস্টিক যাত্রী হিসেবে একই ফ্লাইটে ঢাকায় আসেন নাসিমা ও জেসমিন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নামার পর তাদের আটক করা হয়। পরে তাদের কাস্টমস হলে নিয়ে মহিলা অফিসার দিয়ে তল্লাশি করা হলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০ পিস করে ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব স্বর্ণ শরীরের স্পর্শকাতর স্থানে লুকিয়ে রাখা হয়েছিল।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে দুই নারী জানান, তাদের উভয়কে ইমরুল নামে এক দালাল স্বর্ণ বহনের জন্য ভাড়া করে। ভোরে তাদের বাড়ি থেকে তুলে আনা হয় চট্টগ্রাম বিমানবন্দর। স্বর্ণ বহনের জন্য নাসিমাকে আট হাজার টাকা এবং জেসমিনকে ১০ হাজার টাকা দেয়ার চুক্তি হয়। আকাশপথে আগে থেকে সিটের ভেতরে রাখা এই স্বর্ণগুলো তাদের দেয়া হয়। তারা এগুলো পরে শরীরে লুকিয়ে ফেলে। তবে এর ভেতর কী আছে তা তারা জানতেন না। এটি তাদের প্রথম স্বর্ণ বহন। এর ভেতরে স্বর্ণ দেখে তারাও বিস্ময় প্রকাশ করেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ৭:৪৭ অপরাহ্ণ