১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

চাহিদা পূরণে ৫ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক:

অভ্যন্তরীণ চাহিদা পূরণে পাঁচ লাখ টন অপরিশোধিত লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশে লবণ উৎপাদন লক্ষ্য পূরণ হচ্ছে না। এ অবস্থায় পণ্যটির সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে বুধবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কয়েক দিনের মধ্যে লবণ আমদানি করা হবে। শিগগিরই এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে। ভোক্তাদের স্বার্থে সরকার এ পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

জানানো হয়, সরকার-নির্ধারিত আমদানিকারকরা লবণ আমদানি করতে পারবেন। আয়োডিনযুক্ত ভোজ্য লবণের উপযুক্ত মান নিশ্চিত করে তা বাজারজাত করতে হবে। একই পদ্ধতিতে গত বছর দুই দফায় মোট আড়াই লাখ টন অপরিশোধিত লবণ আমদানি করা হয়েছিল।

শিল্প মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, চলতি বছর দেশে ১৫ লাখ ৭৬ হাজার টন লবণের চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার টন। ফলে ঘাটতি থাকছে ২ লাখ ১২ হাজার টন। এবার ঘূর্ণিঝড় মোরা ও বৃষ্টির কারণে লবণ উৎপাদন ব্যাহত হয়েছে।

বর্তমান আমদানিনীতিতে লবণ আমদানি নিষিদ্ধ। দেশের মানুষের প্রয়োজনে উল্লিখিত বিধান সাময়িকভাবে স্থগিত করে পণ্যটি আমদানি করা হচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ৭:০২ অপরাহ্ণ