১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:৩৪

শ্রমপ্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে মাল্টি ফ্যাবস লিঃ বয়লার বিস্ফোরণে শ্রমিকদের মৃত্যুর দায় কার? এমন প্রশ্ন রেখে শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর পদত্যাগের দাবি করেছেন গামের্ন্টস শ্রমিক অধিকার আন্দোলন।

বধুবার (৫ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে এ দাবি করে সংগঠনটি।

‘গাজীপুরে মাল্টি ফ্যাবস লিঃ বয়লার বিস্ফোরণের দায় শ্রমমন্ত্রণালয় নিতে পারবে না’ শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নর এমন বক্তব্যের প্রতিবাদে গামের্ন্টস শ্রমিক নেতারা বলেন, গত বছর গাজীপুরে ট্যাম্পাকো ফয়েল কারখানায় বয়লার বিস্ফোরণের পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো সকল কারখানায় বয়লার পরীক্ষা করে দুবার ফিটনেস সনদ নিতে হবে। কিন্তু তার কোনও অগ্রগতি হয়নি। শ্রমপ্রতিমন্ত্রী তা নিজেই স্বীকার করেছেন।

বক্তারা বলেন, অবিলম্বে সকল নিহত শ্রমিকদের নাম প্রকাশ করতে হবে। আর যারা নিখোঁজ আছে তাদেরও পরিচয় প্রকাশ করতে হবে। নিহত-আহতদের বাকি জীবনের ক্ষতিপূরণ প্রদান, আহতদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই কাঠামোগত হত্যার দায় কারখানার মালিক, বয়লার অপারেটর ও প্রকৌশলী এবং পরিদর্শকরা এড়াতে পারে না। এদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

গামের্ন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক জুলহাসনাইন বাবুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন গামের্ন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশারেফা মিশু, বাংলাদেশ টেক্সটাইল-গামের্ন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ঈসমাইল ও গামের্ন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ৮:০০ অপরাহ্ণ