১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে ফলজ চারা বিতরণ

 নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটিতে পাহাড় ধস ও ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত বাগান চাষীদের বিভিন্ন ফলজ চারা বিতরণ করেছে জেলা পার্বত্য পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।  বুধবার বেলা ১১টায় রাঙামাটি জেলা পরিষদের বিশ্রামাগ্রার প্রাঙ্গনে সদর উপজেলার ৬টি ইউনিয়নের চাষীদের এসব চারাগাছ বিতরণ করা হয়। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, সদস্য ত্রিদীপ কান্তি দাশ, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য অমিত চাকমা রাজু উপস্থিত ছিলেন।

বৃষকেতু চাকমা বলেন, সম্প্রতি রাঙামাটিতে পাহাড় ধসে বিভিন্ন জায়গা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ফলজ বাগান। তাই রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে এসব ফলজ চারা ক্ষতিগ্রস্ত কৃষকদের বিতরণ করা হচ্ছে। যাতে তারা আবার সাবলম্বী হতে পারে। এসময় তিনি ফলজ চারাগাছগুলোকে আধুনিক প্রদ্ধতিতে রোপন ও পরিচর্যা করার পরার্মশ দেন কৃষকদের।

পরে তিনি রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়ন জীপতলী, মগবান, বালুখালী, বন্দুকভাঙ্গা, সাপছড়ি ও কুতুকছড়ির এলাকার প্রতিটি ইউনিয়নের ১৮ জন চাষীকে আম ও লিচু চারা বিতরণ করেন। একই সময় রাঙামাটি সদর উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করেন তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ৩:৩৩ অপরাহ্ণ