২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

বিমানে ফটো আইডি বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক:

এবার দেশের অভ্যন্তরে চলাচলের ক্ষেত্রেও বিমানে ফটো আইডি বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের যাত্রীদের বোর্ডিং পাস নেওয়ার সময় টিকেটের সঙ্গে ছবিসহ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। একটি সার্কুলারের মাধ্যমে গত ৩০ জুন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করেছে। এর পর ফ্লাইট সেইফটি অ্যান্ড রেগুলেশনস বিভাগ তা বিমান পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (জনসংযোগ বিভাগের) শাকিল মেরাজ বলেন, গতকাল চিঠিটা মেইলে পেয়েছে বিমান। নির্দেশনাটি যতদ্রুত সম্ভব কার্যকর করতে বলা হয়েছে।
এর আগে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে চড়তে পাসপোর্ট প্রয়োজন হলেও অভ্যন্তরীণ রুটে কেবল টিকেট থাকলেই বোর্ডিং পাস, অর্থাৎ উড়োজাহাজে চড়ার অনুমতি পাওয়া যেত। এখন অভ্যন্তরীণ রুটের যাত্রীদের টিকেটের সঙ্গে তাদের ছবিসহ পরিচয়পত্র দেখাতে হবে। নির্দেশনায় যেসব পরিচয়পত্র দেখত বলা হয়েছে সেগুলো হলো- পাসপোর্ট; জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড; ড্রাইভিং লাইসেন্স; শিক্ষার্থী হলে শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া ছবিযুক্ত পরিচয়পত্র এবং চাকুরে হলে সংশ্লিষ্ট অন্য কোনো প্রতিষ্ঠানের দেওয়া ছবিসহ পরিচয়পত্র।
এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে, তাদের চেক-ইন কাউন্টারে যেন ফটো আইডির নামের সঙ্গে টিকেটের নাম মিলিয়ে তারপর বোর্ডিং পাস দেওয়া হয়। এই নির্দেশনার কারণ জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেইফটি অ্যান্ড রেগুলেশনস) চৌধুরী জিয়াউল কবির বলেন, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে যিনি টিকিট কাটছেন তিনিই ভ্রমণ করছেন কিনা তা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটে চলাচল করে এমন সব উড়োজাহাজের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে।
দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ৩:২০ অপরাহ্ণ