১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০১

অটোচালক হত্যায় দুই ভাইসহ তিনজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় এক অটোরিকশা চালাককে হত্যার দায়ে দুই ভাইসহ তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক বুধবার এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া মামলার অপর একটি ধারায় (দস্যুতার) প্রতেককে ১০ বছর করে সশ্রম করাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জমিরানা অনাদায়ে আরো ৩ মাস করে সশ্রম করাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার আব্দুর রহমানের ছেলে মেহেদী হাসান ওরফে বাবু, জাথালিয়া এলাকার মৃত আমির হামজা ওরফে মো. ওমর আলীল ছেলে মো. আলমগীর হোসেন ও দেলোয়ার হোসেন। রায় ঘোষণার সময় আলমগীর হোসেন ও মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন। দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, লালমনিরহাটের বাসিন্দা হায়দার আলী গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিকেলে অটোরিকশা চালতে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরদিন নিহতের স্বজনরা জানতে পারেন কালিয়াকৈর রতনপুর এলাকায় একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং নিহতরে ভাই ও স্ত্রী লাশ সনাক্ত করেন।

হায়দার আলীর শরীরে বহু আঘাতের চিহ্ন ছিল এবং কে বা কারা দস্যুতা করে নিহতের ব্যাটারিচালিত অটোরিকশা ও মোবাইল সেটটি নিয়ে যায়। পরে নিহতের বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকার সিআইডির পুলিশ পরিদর্শক নাজমুল হক ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী পিপি মো. হারিজ উদ্দিন আহমেদ এবং আসামিপক্ষে ছিলেন মো. লাবিব উদ্দিন সিদ্দিক ও ওয়াহিদুজ্জামান আকন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ২:৫৬ অপরাহ্ণ