১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২২

দুদকের চার্জশিট রাজস্ব আত্মসাতের মামলার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:    

দলিল রেজিস্ট্রি করে স্ট্যাম্প ফি, রেজিস্ট্রেশন ফি, উৎস কর ও স্থানীয় সরকার কর বাবদ ৩ লাখ ৭৮ হাজার ৬৭১ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশনের বৈঠকে এ সংক্রান্ত মামলার চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

দুদক সূত্রে জানা গেছে, সরকারি রাজস্ব আত্মসাতের মামলায় আসামি সিলেট সদরের সাবেক সাব-রেজিস্ট্রার আতাউর রহমান বর্তমানে শরীয়তপুর সদরে আছেন। মামলার অপর আসামিরা হলেন—সিলেট সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আবুল হাসনাত, মো. মুহিবুর রহমান ও কয়েস আহমদ।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে জমির হালনাগাদ খাজনা পরিশোধ না করে ভূমি উন্নয়ন কর পরিশোধের জাল রশিদ তৈরি করে। এ ছাড়া জমির শ্রেণি পরিবর্তনের জন্য জাল এসএ পর্চা তৈরি করে এটাকে খাঁটি হিসেবে ব্যবহার করে সাব-রেজিস্ট্রি অফিস সিলেটে ৫৯৫/১৩ নং দলিল রেজিস্ট্রি করে স্ট্যাম্প ফি, রেজিস্ট্রেশন ফি, উৎস কর ও স্থানীয় সরকার কর বাবদ সরকারের ৩ লাখ ৭৮ হাজার ৬৭১ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাত করেছেন।

দুদকের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডল মামলাটি তদন্ত করেছেন। মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ২:৪৫ অপরাহ্ণ