২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

ফেসবুকে চোরাই মোটরসাইকেল বিক্রি, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে ফেসবুক আইডি ব্যবহার করে চোরাই মোটরসাইকেল বিক্রি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় চালানো অভিযানে এই চক্রের কাছে থাকা আটটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা হলেন— মোহাম্মদ ইউসুফ, আরিফ, শাহেদ, ইসমাঈল ও আতাউল্যা রাব্বি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-কমিশনার এ এম এম হুমায়ুন কবির জানিয়েছেন, জেলহাজতে আটক নাছির নামের এক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী এই অভিযান চালানো হয়। এই চক্রটি ১২ বছরেরও বেশি সময় ধরে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত, ফেসবুক আইডি ব্যবহার করে চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় এইসব মোটরসাইকেল বিক্রি করতেন।

তিনি জানান, নাছির (৩৫) ছিলেন এই চক্রের হোতা। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। তিনি আটক পাঁচজনের একজন ইউসুফের মাধ্যমে পুরো চক্র নিয়ন্ত্রণ করতেন। গ্রেফতারদের মধ্যে সর্বকনিষ্ট আতাউল্যা রাব্বি ফেসবুক, ম্যাসেঞ্জার ও সামাজিক যোগাযোগের অন্যান্য অ্যাপস ব্যবহার করে এইসব মোটরসাইকেল বিক্রি করতেন।

‘অনলাইনে ছবি পাঠাতেন এবং মূল্য নির্ধারণ করে চোরাই মোটরসাইকেলগুলো অভিনব উপায়ে ক্রেতাদের হাতে পৌঁছানো হতো, চট্টগ্রাম মহানগরী ছাড়াও কক্সবাজারসহ আশপাশের জেলাগুলোতে এই চক্রের নেটওয়ার্ক আছে,’ উল্লেখ করেন তিনি।

এডিসি হুমায়ুন কবির বলেন, নাছিরের মূল পেশা হচ্ছে মোটরসাইকেল চুরি করে তা কেনা-বেচা করা। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে, এসব মামলায় তিনি জেলখানায় আছেন, তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে চক্রের সন্ধান পাওয়া যায়। উদ্ধার করা মোটরসাকেলের মালিকদের খোঁজা হচ্ছে, তাদের কাছে এসব মোটরসাইকেল ফেরত দেওয়া হবে

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ২:৩৯ অপরাহ্ণ