স্পোর্টস ডেস্ক:
রেকর্ড জয় দিয়ে উইম্বলডনে শুভ সূচনা করেছেন রজার ফেদেরার। চোটের কারণে প্রতিপক্ষ আলেক্সান্দার দোলগোপোলোভ নিজেকে সরিয়ে নিলে প্রথম সেটে জয়ের পর দ্বিতীয় সেটের পুরো ম্যাচ না খেলেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সুইস এই তারকা।
চলতি বছর অস্ট্রেলিয়া ওপেন জয়ের পর ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেনে খেলেননি ফেদেরার। তাই উইম্বলডনের কোর্টে ভালো কিছু করার প্রত্যাশা নিয়েই মাঠে নামেন এই তারকা। অবশ্য প্রতিপক্ষের সঙ্গে পরীক্ষা পুরোপুরি দিতে হয়নি ফেদেরারকে। দ্বিতীয় সেট পুরোপুরি শেষও হওয়ার আগেই গোড়ালির ব্যথা নিয়ে সরে যান দোলগোপোলোভ। ৬-৩, ৩-০ গেমের এ জয়ে উন্মুক্ত যুগে উইম্বলডনের ৮৫তম রেকর্ড জয় পেলেন তিনি। জিমি কোনর্সকে টপকে প্রতিযোগিতায় সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এখন ফেদেরারের।
এদিকে চোটের কারণে প্রতিপক্ষ নিজেকে সরিয়ে নিলে প্রথম রাউন্ডের পুরো ম্যাচ না খেলেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই সার্বিয়ার জোকোভিচ। স্লোভাকিয়ার মার্তিন ক্লিজান কাফের চোটে পড়ার আগে ৪০ মিনিট পর্যন্ত ৬-৩, ২-০ গেমে এগিয়ে ছিলেন জোকোভিচ।
দৈনিক দেশজনতা/এন এইচ