২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

টাঙ্গাইলের ভারড়া ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ২৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১৫৬ এবং নারী ভোটার ১১ হাজার ১৩৬ জন। মোট কেন্দ্র ৯টি।

নির্বাচনে বিজিবি ১ প্লাটুন, র‌্যাব ১ প্লাটুন এবং পুলিশ, এপিবিএন ব্যাটালিয়ন আনসার মোবাইল টিম ২টি দায়িত্ব পালন করছেন। এছাড়া ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম পরিবর্তন ডটকমকে বলেন, সকাল থেকে সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা নির্বিঘ্নেই ভোট দিচ্ছেন। আশা করছি শেষ পর্যন্তও এ ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বছরের ২৩ মার্চ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বন্যাকবলিত এ ইউনিয়নের দুটি ওয়ার্ড নদীগর্ভে বিলীন হওয়ায় সীমানা জটিলতা ও মামলা জনিত কারণে সে সময় ভারড়া ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়ে যায়। সীমানা পুনঃনির্ধারণ ও মামলা জটিলতার অবসান ঘটিয়ে চলতি বছরের ২৩ মে ভারড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন তারিখ ঘোষণা করা হয়।

এরপর বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মিয়া উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করায় দ্বিতীয় দফায় ফের স্থগিত হয় ভারড়া ইউপি নির্বাচন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ১২:৪৮ অপরাহ্ণ