১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৮

বাঘাইছড়িতে অস্ত্রগুলিসহ ২ সন্ত্রাসী আটক

শাহ আলম,রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। রোববার রাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী নামক এলাকা থেকে এদের আটক করা হয় বলে নিশ্চিত করে সেনাসূত্র।

আটক ২ জন হল- অটল চাকমা (৫১) ও শুদ্ধজয় চাকমা (৪১)। তাদের কাছ থেকে ২টি পাইপগান, ১টি দেশীয় বন্দুক, ৮টি কার্তুজ, ১ সেট সামরিক পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম ও নথিপত্র উদ্ধার করা হয়েছে।

সেনাসূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর করেঙ্গাতলী সাবজোনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই এলাকার একটি বাড়ি থেকে ওই দু’জনকে আটক করা হয়েছে। তারা বাড়িটিতে থেকে চাঁদা আদায়সহ নাশকতা চালাত। আটক ২ জন ইউপিডিএফের সমর্থিত কর্মী।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, সকালে খবর পেয়ে একজন এসআইয়ের নেতৃত্বে থানা থেকে একদল পুলিশকে ঘটনাস্থল পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ৫:১১ অপরাহ্ণ