অনলাইন ডেস্ক:
‘মৌলবাদ এবং জঙ্গিবাদের উত্থানের মূল কারণ রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে অজ্ঞতা’ বলে মন্তব্য করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে ড. মীজান এ মন্তব্য করেন । রবিবার বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিটি জাতির একটি নিজস্ব স্বকীয়তা রয়েছে। একটি জাতির স্বকীয়তা, বিশ্বাস, গণতন্ত্র ও শাসনতন্ত্রের সঠিক রূপ বিকাশে রাষ্ট্রবিজ্ঞান দিক নির্দেশকের ভূমিকা পালন করে থাকে। তিনি আরো বলেন, সামাজিক সমস্যাগুলো সমাধানের জন্য রাষ্ট্রবিজ্ঞানীরা ভূমিকা রাখতে পারে। এজন্য এবিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণা বৃদ্ধি করতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের সঠিক ধারণা সচেতন নাগরিক তৈরিতে সহায়তা করে থাকে। আর রাজনীতি সম্পর্কে সঠিক ধারণা দিতে পারে এই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তারাই রাষ্ট্রের যথাযথ সমাধান দিতে পারবে।’
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুন কুমার গোস্বামীর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায় শিক্ষার্থী ক্রেস্ট প্রদান করা হয়।