১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

বাস খাদে পড়ে নিহত এক আহত ২০

নিজস্ব প্রতিবেদক:

মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার ভাবনহাটি এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

রোববার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাসুম, পলাশ, সোহেল, সজিব, সম্রাট, আমেনা, দূর্গাপদ, লিটন, রকি, বাদশা, জবেদা, কামনা মণ্ডলের নাম জানা গেছে।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, বিকাল ৩টার দিকে মাগুরা-যশোর সড়কে ভাবনহাটি এলাকায় যশোর থেকে-মাগুরামুখী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন অন্তত ২০ জন। পরে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে শালিখার থৈপাড়া গ্রামের স্বরজিত বিশ্বাসের ছেলে পলাশের অবস্থা আশঙ্কাজনক।

হাইওয়ে পুলিশের এসআই বিটুল হাসান জানান, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।

M/M

প্রকাশ :মে ৭, ২০১৭ ৮:১৩ অপরাহ্ণ