১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:৪৭

শিগগির ঘোষণা করা হবে নবম ওয়েজবোর্ড: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিকদের জন্য শিগগিরই নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে।তিনি আজ সংসদে সরকারি দলের হুইপ শাহাব উদ্দিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিচারপতি নিজামুল হককে প্রধান করে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারিদের জন্য নবম ওয়েজবোর্ড গঠনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, ‘ওয়েজবোর্ডের জন্য সাংবাদিক ও কর্মচারি প্রতিনিধির নাম ইতোমধ্যে পাওয়া গেছে, কিন্তু মালিক পক্ষের নাম এখনো পাওয়া যায়নি। সরকারের পক্ষ থেকে মালিকদের নাম দেয়ার জন্য তাগাদা দেয়া হচ্ছে। আশা করছি শিগগিরই মালিকদের নামের তালিকা পাওয়া যাবে। এরপরই নবম ওয়েজবোর্ড গঠনের ঘোষণা দেয়া হবে।’

মন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মালিক পক্ষ ও সাংবাদিক-কর্মচারিরা বসে যে বেতন-ভাতা নির্ধারণ করবে সরকার তা বাস্তবায়নে উদ্যোগ নেবে। -বাসস

N/R

প্রকাশ :মে ৭, ২০১৭ ৮:০৭ অপরাহ্ণ