১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

দ্বিতীয়বারের মত রাবি উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. এম আবদুস সোবহান

নিজস্ব প্রতিবেদক:

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৪৯ দিন পর নিয়োগ দেয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য। ২০০৯-১৩ সালের পর দ্বিতীয়বারের ন্যায় উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম আবদুস সোবহান।

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরে প্রেরিত শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব (স.বি-১) আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন লিপিতে এই নিয়োগ আদেশ জারি করা হয়। রেজিস্ট্রার দফতর থেকে তা উপাচার্য দফতরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপন লিপিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদ রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১১(২) ধারা অনুযায়ী ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবদুস সোবহানকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করতে সম্মতি জ্ঞাপন করেন। মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে চার বছরেই পূর্বেই এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

অধ্যাপক সোবহান গত ২৬ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০১৩ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় তাঁর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে।

উপাচার্য হওয়ার আগে সেনা সমর্থিত তত্ত্ববধায়ক সরকারের সময় ছাত্র বিক্ষোভের ঘটনায় গ্রেফতার হয়ে বেশ কিছু দিন জেলেও ছিলেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘প্রগতিশীল শিক্ষক সমাজের’ আহ্বায়কের দায়িত্বে ছিলেন অধ্যাপক সোবহান। এছাড়া সিনেট ও সিন্ডিকেট সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বেও ছিলেন তিনি।

M/M

প্রকাশ :মে ৭, ২০১৭ ৮:০০ অপরাহ্ণ